Pages

Pages - Menu

শনিবার, ২৩ মার্চ, ২০১৩

পৃথিবীতে আর নেই

প্রেমিকার রাগ ভাঙ্গানো অনেক কঠিন
একটা কাজ

কিন্তু রাগ ভাঙ্গানোর পর
সে যখন মুচকি একটা হাসি দেয় তখন
মনে হয়

সেই হাসির থেকে সুন্দর জিনিস এই
পৃথিবীতে আর নেই ।

সেই হাসি দেখার জন্য
ইচ্ছা করে রাগিয়ে
দিতে মন চায় মাঝে মাঝে ।:p ♥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন