Pages

Pages - Menu

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

ভালোবাসা মানেই কি তুমি ?

ভালোবাসা মানেই কি তুমি ?
নাকি
চাদেঁর আলোয়
তোমার স্মৃতির হাতছানি ??
ভালোবাসা মানেই কি তুমি ?
নাকি
আমার মনের গভীরে
তোমার রক্তিম প্রেমের বাণী ??
ভালোবাসা মানেই কি তুমি ?
নাকি
তোমার কবিতার ছন্দে
আমার হৃদয়ে অবিরাম নীল রক্তক্ষরণ ??
ভালোবাসা মানেই কি তুমি ?
নাকি
আমার মনের ক্যনভাসে
তোমার সযতনে দেয়া তুলির তীব্র আচঁড় ??
ভালোবাসা মানেই কি তুমি ?
নাকি
তুমি মানেই ভালবাসা...?

1 টি মন্তব্য: