শনিবার, ৫ জুন, ২০২১

কোন বাঁধা দেইনি

 যখন ভালবাসতে চেয়েছ,
ভালবেসেছ।
কোন বাঁধা দেইনি,
নীরবে ভালবেসেছি।
যখন কষ্ট দিতে চেয়েছ,
কষ্ট দিয়েছ। কোন বাঁধা দিইনি,
নীরবে কষ্টগুলো সহ্য করে গেছি।
আর যেদিন ছেড়ে চলে যেতে চাইলে,
চলে গেলে।
কোন বাঁধা দেইনি,
নীরবে দেখেই গেছি। আজ খুব
জানতে ইচ্ছে করে, তোমার
ইচ্ছের কি এখানেই শেষ ???
নাকি আরো কিছু আছে ???

বুধবার, ২ জুন, ২০২১

কেউ তো আর থাকে না

 

মন পাজরে শুধু তুমিই আছো...
কেউ তো আর থাকে না...
উমমম ভালবাসি আমি শুধু তোমায়
চোখতে চোখ রাখো না
ও ও ভালবাসা দিয়ে রেখেছি অন্তরে এ এ
সে যে কেন মন বোঝে য় না
কেন থাকব দূরে চোখেরি আড়ালে এ
মন তুমি ছুয়ে দেখো না
মন পাজরে শুধু তুমিই আছো...
কেউ তো আর থাকে না...
উমমম ভালবাসি আমি শুধু তোমায়
চোখতে চোখ রাখো না

ভালোবাসি তোমায় যতন করে
এসো না মনেরি একলা ঘরে
ভালোবাসি তোমায় যতন করে
এসো না মনেরি একলা ঘরে
ভুলে তুমি যেয়ো না দূরে আর থেকো না
মন খুজে তোমাকে
মন পাজরে শুধু তুমিই আছো ও...
কেউ তো আর থাকে না...
উমমম ভালবাসি আমি শুধু তোমায়
চোখতে চোখ রাখো না

দিবা নিসি তোমায় চাঁদ যে কাছে
রাখ না মনেরি অন্তর মাঝে
দিবা নিসি তোমায় চাঁদ যে কাছে
রাখ না মনেরি অন্তর মাঝে
ভুলে তুমি যেয়ো না দূরে আর থেকো না
মন খুজে তোমাকে

মন পাজরে শুধু তুমিই আছো...
কেউ তো আর থাকে না...
উমমম ভালবাসি আমি শুধু তোমায়
চোখতে চোখ রাখো না
ও ও ভালবাসা দিয়ে রেখেছি অন্তরে এ এ
সে যে কেন মন বোঝে য় না
কেন থাকব দূরে চোখেরি আড়ালে এ
মন তুমি ছুয়ে দেখো না
মন পাজরে শুধু তুমিই আছো...
কেউ তো আর থাকে না...
উমমম ভালবাসি আমি শুধু তোমায়
চোখতে চোখ রাখো না

মঙ্গলবার, ১ জুন, ২০২১

মানুষের জীবন মূল্যবান

 একটা ছেলে একটা মেয়েকে অনেক
ভালবাসতো,
মেয়েটা খুব সুন্দরী ছিল না কিন্তু ঐ
ছেলেটির
জন্য মেয়েটিই ছিল সব।ছেলেটি স্বপ্ন
দেখতো মেয়েটির সাথে তার বাকি জীবন
কাটানোর। তার বন্ধুরা একদিন
তাকে বললো,
“তুমি যে মেয়েটিকে এত ভালবাস,
কখনো কি তাকে বলেছ? মেয়েটি তো জানেও
না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখ।
প্রথমে তাকে সবকিছু বল, তারপর তার কাছ
থেকে শুন যে সেও
তোমাকে ভালবাসে কিনা”।
ছেলেটি ঠিক করলো, সে মেয়েটিকে তার
ভালবাসার কথা জানাবে। মেয়েটি শুরু
থেকেই জানতো যেছেলেটি তাকে ভালবাসে।
যখন
ছেলেটি মেয়েটিকে প্রপোজ করল, তখন
মেয়েটি না করে দিল।ছেলেটির
বন্ধুরা ভাবলো ছেলেটি এবার
হয়তো ড্রাগ,
অ্যালকোহল নেয়া শুরু করবে এবং নিজের
জীবনটাকে ধ্বংস করবে। কিন্তু
তারা অবাক হল
যখন ছেলেটি এসবের কিছুই করল না।
ছেলেটি বললো, “আমার কেন খারাপ লাগবে?
আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই
আমাকে ভালবাসেনি আর সে এমন
একজনকে হারিয়েছে যে সত্যিই
তাকে অনেকভালবাসতো”।
প্রতিটি মানুষের জীবন মূল্যবান,
একে হেলায়
কিংবা কোন ফালতু কারনে নষ্ট
করে ফেলবেন না ।।

সোমবার, ৩১ মে, ২০২১

সে ঠিক ভুলে যাবে

 

প্রিয় মানুষকে একবার
দুঃখ দাও ।
সে ঠিক ভুলে যাবে ।
আবার দাও,
আবারো সে ভুলে যাবে ।
বারবার
দাও , সে বারবার
চেষ্টা করবে সে কষ্ট
ভুলে যাবার । তোমার
পক্ষে হাজার যুক্তিদাঁড়
করাবার চেষ্টা করবে ।
কারণ
সে তোমাকে ভালোবাসে ।
তুমি তাকে একবার সুখ
দাও ,
দেখো সে কি করে ।
সে ওই সামান্য সুখ
আঁকড়ে ধরে তোমার আগের
দেয়া কষ্ট
ভুলে যাবে ।
আমরা মানুষেরা এমনই ।
সবসময়
চেষ্টা করি অসীম দুঃখ
ভুলে সামান্য সুখ
নিয়ে খুশি থাকার ।
প্রিয়
মানুষকে ভালোলাগা দিয়ে দেখো ।
তার হাসিমুখের
দিকে একবার
তাকাও । সেই মুখ
দেখে তোমার
নিজেকে সব থেকে বড়
ক্ষমতাবান
মনে হবে ।

শনিবার, ২৯ মে, ২০২১

তাকিয়ে আছি ঐ মায়াবী চোখে👨

 সাদা রঙের পঙ্খীরাজ ঘোড়ায় বসে রাজ কুমারীর শুভ্র সৌরভে -
মোহিত আমি আজ এই মায়ার সমুদ্রতটে।

তোমার বাড়ানো হাতের তনু আঙ্গুলের মৃদু স্পর্শে-
শিহরিত আমি,আমার স্বত্বা।
চলেছি আজ বহুদূরে অনুভূতির সেই ঘরে-
পুরোনো দুঃসহ স্মৃতি আজ ডুঁকরে ডুঁকরে মরে।

ইচ্ছা পূরণের সেই ক্ষনে চাইব আমি তোমার পানে,
মিলিয়ে যাবে না কখনো,রবে আমার এই মনে।

ফেরার পথে উদিত পূষনের আবছা, আলো-
আমার হিয়ায় পরশ লাগালো। 

তাকিয়ে আছি ঐ মায়াবী চোখে,

কিছু বলব না আজ এই মুখে;

অবশেষে ভোরের আলোয় বিদায় অশ্রুতে রাজ কুমারীর চোখ ছলছল-
মায়ার সেই সাগরে শুনছি আমরা ভালোবাসার কল্লোল।