শনিবার, ২৯ মে, ২০২১

তাকিয়ে আছি ঐ মায়াবী চোখে👨

 সাদা রঙের পঙ্খীরাজ ঘোড়ায় বসে রাজ কুমারীর শুভ্র সৌরভে -
মোহিত আমি আজ এই মায়ার সমুদ্রতটে।

তোমার বাড়ানো হাতের তনু আঙ্গুলের মৃদু স্পর্শে-
শিহরিত আমি,আমার স্বত্বা।
চলেছি আজ বহুদূরে অনুভূতির সেই ঘরে-
পুরোনো দুঃসহ স্মৃতি আজ ডুঁকরে ডুঁকরে মরে।

ইচ্ছা পূরণের সেই ক্ষনে চাইব আমি তোমার পানে,
মিলিয়ে যাবে না কখনো,রবে আমার এই মনে।

ফেরার পথে উদিত পূষনের আবছা, আলো-
আমার হিয়ায় পরশ লাগালো। 

তাকিয়ে আছি ঐ মায়াবী চোখে,

কিছু বলব না আজ এই মুখে;

অবশেষে ভোরের আলোয় বিদায় অশ্রুতে রাজ কুমারীর চোখ ছলছল-
মায়ার সেই সাগরে শুনছি আমরা ভালোবাসার কল্লোল।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন