সোমবার, ৩১ মে, ২০২১

সে ঠিক ভুলে যাবে

 

প্রিয় মানুষকে একবার
দুঃখ দাও ।
সে ঠিক ভুলে যাবে ।
আবার দাও,
আবারো সে ভুলে যাবে ।
বারবার
দাও , সে বারবার
চেষ্টা করবে সে কষ্ট
ভুলে যাবার । তোমার
পক্ষে হাজার যুক্তিদাঁড়
করাবার চেষ্টা করবে ।
কারণ
সে তোমাকে ভালোবাসে ।
তুমি তাকে একবার সুখ
দাও ,
দেখো সে কি করে ।
সে ওই সামান্য সুখ
আঁকড়ে ধরে তোমার আগের
দেয়া কষ্ট
ভুলে যাবে ।
আমরা মানুষেরা এমনই ।
সবসময়
চেষ্টা করি অসীম দুঃখ
ভুলে সামান্য সুখ
নিয়ে খুশি থাকার ।
প্রিয়
মানুষকে ভালোলাগা দিয়ে দেখো ।
তার হাসিমুখের
দিকে একবার
তাকাও । সেই মুখ
দেখে তোমার
নিজেকে সব থেকে বড়
ক্ষমতাবান
মনে হবে ।

শনিবার, ২৯ মে, ২০২১

তাকিয়ে আছি ঐ মায়াবী চোখে👨

 সাদা রঙের পঙ্খীরাজ ঘোড়ায় বসে রাজ কুমারীর শুভ্র সৌরভে -
মোহিত আমি আজ এই মায়ার সমুদ্রতটে।

তোমার বাড়ানো হাতের তনু আঙ্গুলের মৃদু স্পর্শে-
শিহরিত আমি,আমার স্বত্বা।
চলেছি আজ বহুদূরে অনুভূতির সেই ঘরে-
পুরোনো দুঃসহ স্মৃতি আজ ডুঁকরে ডুঁকরে মরে।

ইচ্ছা পূরণের সেই ক্ষনে চাইব আমি তোমার পানে,
মিলিয়ে যাবে না কখনো,রবে আমার এই মনে।

ফেরার পথে উদিত পূষনের আবছা, আলো-
আমার হিয়ায় পরশ লাগালো। 

তাকিয়ে আছি ঐ মায়াবী চোখে,

কিছু বলব না আজ এই মুখে;

অবশেষে ভোরের আলোয় বিদায় অশ্রুতে রাজ কুমারীর চোখ ছলছল-
মায়ার সেই সাগরে শুনছি আমরা ভালোবাসার কল্লোল।