skip to main
|
skip to sidebar
তুমি আর আমি♥
শুক্রবার, ২২ মার্চ, ২০১৩
জানতে পারি কি আমি ?
পাখির কাছে আকাশ প্রিয় ,,
নদীর কাছে পানি ..
ফুলের কাছে ভ্রমর প্রিয় ,,
আমার কাছে তুমি ...
কিন্তু তোমার কাছে কে প্রিয় ??
জানতে পারি কি আমি ??...................
2 মন্তব্য(গুলি):
সত্যের ডাক
বলেছেন...
অসাধারন
২৮ নভেম্বর, ২০১৮ এ ১২:০৮ AM
সত্যের ডাক
বলেছেন...
nice
২৮ নভেম্বর, ২০১৮ এ ১২:০৯ AM
একটি মন্তব্য পোস্ট করুন
নবীনতর পোস্ট
পুরাতন পোস্ট
হোম
অনুসরণকারী
Blog Archive
►
2021
(5)
►
জুন
(3)
►
মে
(2)
▼
2013
(29)
▼
মার্চ
(29)
সত্যি অনেক ভালবাসি তোমায়..
তাই আমি কাঁদি :
যেদিন থেকে তোমাকে ভালবেসেছি ,
যা তোমার নেই।
ভালোবাসা মানেই কি তুমি ?
আমি এই পৃথিবী পেয়ে গেছি
পৃথিবীতে আর নেই
জীবনে কিছু কথা থাকে ,,
জানতে পারি কি আমি ?
আমি তোমায় ভালোবাসি
হয়তবা আমার ই ভুল ছিল
ভুলে যেও না
বিমনা হয়ে থাকলে,
ইচ্ছে করছে খুব দেখতে,,
অভিনয় করোনা...
মনে পরে বিরহে ,,
তোমাকে ভালোবেসে যাবো
একটি হাসিমুখ
কিছু কিছু কষ্ট
জন্ম মৃত্যু কে ..
শুধু একটি বার............[♥]
যতটুকু আমার কামোনায়
ভালবাসি তোমাকে ..
খুজিনি কারো মন !!
জীবন থেকে মৃত্যু পর্যন্ত
একবার একবার
ভালোবাসা আর গভীর হয়
তোমাকে নিয়ে এখন আর কিছু
হয়তবা আমার ই ভুল ছিল .
হোম
Blogger
দ্বারা পরিচালিত.
হোম
Popular Posts
যতটুকু আমার কামোনায়
তুমি ঠিক সেরোকম মেয়ে, যতটুকু আমার কামোনায়। আর ঠিক ততটুকু রাগী, যতটুকু তোমায় মানায়। তুমি ঠিক ততটুকু সুন্দর, যার উপমা ব্যাকরণে নেই। আ...
খুজিনি কারো মন !!
♥ খুজিনি কারো মন !! তোমার মন পাবো বলে ... ধরিনি কারো হাত !! তোমার হাত ধরবো বলে .. হাটিনি কারো সাথে !! তোমার সাথে হাটবো বলে .. ভালবা...
কিছু কিছু কষ্ট
ইচ্ছে করছে খুব দেখতে,,
,,খুব মনে পরছে তাকে,,,,, ইচ্ছে করছে খুব দেখতে,,,, একটু তার পাশে বসে থাকতে তার কোমল হাতটি ধরে,,,, ও বাতাস তুমি কি তার কানে কানে গিয়ে বলবে...
অভিনয় করোনা...
কারো মনে আঘাত দিও না,,,, সুখী হতে পারবে না.....। ভালবাসতে না পারো,,,,,অভিনয় করোনা.....। মনে রেখো কারো চোখের পানি,,,,, তোমার জীবনে অভি...
হয়তবা আমার ই ভুল ছিল .
হয়তবা আমার ই ভুল ছিল .... :( আমি কেনো তোমাকে ভালবাসতে গেলাম?? কেনো আমার স্বপ্নগুলোর সাথে তোমার স্বপ্নগুলো মেলাতে গেলাম ?? কেনো তোমার...
শুধু একটি বার............[♥]
আমি জানি তুমি আমাকে ভালবাস না, আমি চাইও না তুমি আমাকে ভালবাস। শুধু এতটুকুই চাই তোমার কাছে, আমার শেষ যাত্রায় আমার পথটি আগলে ধরে ভালবাস...
তাই আমি কাঁদি :
তুমি আমাকে ভালোবাস না তাতে আমি কাঁদি না..., তুমি আমাকে ঘৃণা কর তাতেও আমি কাঁদি না..., শুধু তোমাকে এক নজর দেখার জন্য.., তোমার সুন্দর মুখ...
ভালোবাসা মানেই কি তুমি ?
ভালোবাসা মানেই কি তুমি ? নাকি চাদেঁর আলোয় তোমার স্মৃতির হাতছানি ?? ভালোবাসা মানেই কি তুমি ? নাকি আমার মনের গভীরে তোমার রক্তিম প্রে...
যা তোমার নেই।
হয়তো অনেকের ভালবাসা পাবে তুমি, কিন্তু কারো ভালোবাসা ধরে রাখতে পারবেনা। কারণ ভালোবাসা ধরে রাখতে গেলে সুন্দর ১টা মন লাগে, যা তোমার নেই। ...
Search This Blog
2 মন্তব্য(গুলি):
অসাধারন
nice
একটি মন্তব্য পোস্ট করুন